97-1 : নিশ্চয় আমি কুরআন অবতীর্ণ করিয়াছি মহিমান্নিত রজনীতে ; |
97-2 : আর মহিমান্নিত রজনী সম্বন্ধে তুমি কী জান? |
97-3 : মহিমান্নিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ। |
97-4 : সেই রাত্রিতে ফিরিশতাগণ ও রূহ্ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাহাদের প্রতিপালকের অনুমতিক্রমে। |
97-5 : শান্তিই শান্তি, সেই রজনী ঊষার আবির্ভাব পর্যন্ত। |