94-1 : আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে প্রশস্ত করিয়া দেই নাই? ![]() |
94-2 : আমি অপসারণ করিয়াছি তোমার ভার, ![]() |
94-3 : যাহা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক, ![]() |
94-4 : এবং আমি তোমার খ্যাতিকে উচ্চমর্যাদা দান করিয়াছি। ![]() |
94-5 : কষ্টের সঙ্গেই তো স্বস্তি আছে, ![]() |
94-6 : অবশ্য কষ্টের সঙ্গেই স্বস্তি আছে। ![]() |
94-7 : অতএব তুমি যখনই অবসর পাও একান্তে ‘ইবাদত করিও। ![]() |
94-8 : এবং তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করিও। ![]() |