89-1 : শপথ ঊষার, |
89-2 : শপথ দশ রজনীর, |
89-3 : শপথ জোড় ও বেজোড়ের, |
89-4 : এবং শপথ রজনীর যখন উহা গত হইতে থাকে - |
89-5 : নিশ্চয়ই ইহার মধ্যে শপথ রহিয়াছে বোধসম্পন্ন ব্যক্তির জন্য। |
89-6 : তুমি কি দেখ নাই তোমার প্রতিপালক কি করিয়াছিলেন আদ বংশের - |
89-7 : ইরাম গোত্রের প্রতি - যাহারা অধিকারী ছিল সুউচ্চ প্রাসাদের? |
89-8 : যাহার সমতুল্য কোন দেশে নির্মিত হয় নাই; |
89-9 : এবং সামূদের প্রতি, যাহারা উপত্যকায় পাথর কাটিয়া গৃহ নির্মাণ করিয়াছিল; |
89-10 : এবং বহু সৈন্য - শিবিরের অধিপতি ফির‘আওনের প্রতি? |
89-11 : যাহারা দেশে সীমালংঘন করিয়াছিল, |
89-12 : এবং সেখানে অশান্তি বৃদ্ধি করিয়াছিল। |
89-13 : অতঃপর তোমার প্রতিপালক উহাদের উপর শাস্তির কশাঘাত হানিলেন। |
89-14 : তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন। |
89-15 : মানুষ তো এইরূপ যে, তাহার প্রতিপালক যখন তাহাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান করিয়া, তখন সে বলে, ‘আমার প্রতিপালক আমাকে সম্মানিত করিয়াছেন।’ |
89-16 : এবং যখন তাহাকে পরীক্ষা করেন তাহার রিযিক সংকুচিত করিয়া, তখন সে বলে, ‘আমার প্রতিপালক আমাকে হীন করিয়াছেন।’ |
89-17 : না, কখনও নয়। বরং তোমরা ইয়াতীমকে সম্মান কর না, |
89-18 : এবং তোমরা অভাবগ্রস্তদেরকে খাদ্যদানে পরস্পরকে উৎসাহিত কর না, |
89-19 : এবং তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে ভক্ষণ করিয়া ফেল, |
89-20 : এবং তোমরা ধনসম্পদ অতিশয় ভালবাস; |
89-21 : ইহা সংগত নয়। পৃথিবীকে যখন চূর্ণ - বিচূর্ণ করা হইবে, |
89-22 : এবং যখন তোমার প্রতিপালক উপস্থিত হইবেন ও সারিবদ্ধভাবে ফিরিশ্তাগণও, |
89-23 : সেই দিন জাহান্নামকে আনা হইবে এবং সেই দিন মানুষ উপলব্ধি করিবে, তখন এই উপলব্ধি তাহার কী কাজে আসিবে? |
89-24 : সে বলিবে, ‘হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম পাঠাইতাম !’ |
89-25 : সেই দিন তাঁহার শাস্তির মত শাস্তি কেহ দিতে পারিবে না। |
89-26 : এবং তাঁহার বন্ধনের মত বন্ধন কেহ করিতে পারিবে না। |
89-27 : হে প্রশান্তচিত্ত ! |
89-28 : তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরিয়া আস সন্তুষ্ট ও সন্তোষভাজন হইয়া, |
89-29 : আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, |
89-30 : আর আমার জান্নাতে প্রবেশ কর। |