88-1 : তোমার নিকট কি কিয়ামতের সংবাদ আসিয়াছে? |
88-2 : সেই দিন অনেক মুখমণ্ডল অবনত, |
88-3 : ক্লিষ্ট, ক্লান্ত হইবে, |
88-4 : উহারা প্রবেশ করিবে জ্বলন্ত অগ্নিতে, |
88-5 : উহাদেরকে অত্যুষ্ণ প্রস্রবণ হইতে পান করান হইবে; |
88-6 : উহাদের জন্য খাদ্য থাকিবে না কণ্টকময় গুল্ম ব্যতীত, |
88-7 : যাহা উহাদেরকে পুষ্ট করিবে না এবং উহাদের ক্ষুধা নিবৃত্তি করিবে না। |
88-8 : অনেক মুখমণ্ডল সেই দিন হইবে আনন্দোজ্জ্বল, |
88-9 : নিজেদের কর্ম - সাফল্যে পরিতৃপ্ত, |
88-10 : সুমহান জান্নাতে |
88-11 : সেখানে তাহারা অসার বাক্য শুনিবে না, |
88-12 : সেখানে থাকিবে বহমান প্রস্রবণ, |
88-13 : উন্নত মর্যাদাসম্পন্ন শয্যা, |
88-14 : প্রস্তুত থাকিবে পানপাত্র, |
88-15 : সারি সারি উপাধান, |
88-16 : এবং বিছান গালিচা; |
88-17 : তবে কি উহারা দৃষ্টিপাত করে না উটের দিকে, কিভাবে উহাকে সৃষ্টি করা হইয়াছে? |
88-18 : এবং আকাশের দিকে, কিভাবে উহাকে ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করা হইয়াছে? |
88-19 : এবং পর্বতমালার দিকে, কিভাবে উহাকে স্থাপন করা হইয়াছে? |
88-20 : এবং ভূতলের দিকে, কিভাবে উহাকে বিস্তৃত করা হইয়াছে? |
88-21 : অতএব তুমি উপদেশ দাও; তুমি তো একজন উপদেশদাতা, |
88-22 : তুমি উহাদের কর্ম নিয়ন্ত্রক নও। |
88-23 : তবে কেহ মুখ ফিরাইয়া লইলে ও কুফরী করিলে |
88-24 : আল্লাহ উহাকে দিবেন মহা শাস্তি। |
88-25 : উহাদের প্রত্যাবর্তন আমারই নিকট; |
88-26 : অতঃপর উহাদের হিসাব - নিকাশ আমারই কাজ। |