83-1 : দুর্ভোগ তাহাদের জন্য যাহারা মাপে কম দেয়, |
83-2 : যাহারা লোকের নিকট হইতে মাপিয়া লইবার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে, |
83-3 : এবং যখন তাহাদের জন্য মাপিয়া অথবা ওজন করিয়া দেয়, তখন কম দেয়। |
83-4 : উহারা কি চিন্তা করে না যে, উহারা পুনরুত্থিত হইবে |
83-5 : মহাদিবসে? |
83-6 : যেদিন দাঁড়াইবে সমস্ত মানুষ জগতসমূহের প্রতিপালকের সম্মুখে। |
83-7 : কখনও না, পাপাচারীদের ‘আমলনামা তো সিজ্জীনে আছে। |
83-8 : সিজ্জীন সম্পর্কে তুমি কী জান? |
83-9 : উহা চিহ্নিত ‘আমলনামা। |
83-10 : সেই দিন দুর্ভোগ হইবে অস্বীকারকারীদের, |
83-11 : যাহারা কর্মফল দিবসকে অস্বীকার করে, |
83-12 : কেবল প্রত্যেক পাপিষ্ঠ সীমালংঘনকারী ইহা অস্বীকার করে ; |
83-13 : উহার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইলে সে বলে, ‘ইহা পূর্ববর্তীদের উপকথা।’ |
83-14 : কখনও নয় ; বরং উহাদের কৃতকর্মই উহাদের হৃদয়ে জঙ্ ধরাইয়াছে। |
83-15 : না, অবশ্যই সেই দিন উহারা উহাদের প্রতিপালক হইতে অন্তর্হিত থাকিবে ; |
83-16 : অতঃপর উহারা তো জাহান্নামে প্রবেশ করিবে ; |
83-17 : তৎপর বলা হইবে, ‘ইহাই তাহা যাহা তোমরা অস্বীকার করিতে।’ |
83-18 : অবিশ্যই পূণ্যবানদের আমলনামা ইল্লিয়্যীনে |
83-19 : আপনি জাননে ইল্লয়্যিীন ক? |
83-20 : উহা চিহ্নিত ‘আমলনামা। |
83-21 : যাহারা আল্লাহর সানিধ্য প্রাপ্ত তাহারা উহা দেখ। |
83-22 : পুণ্যবানগণ তো থাকিবে পরম স্বাচ্ছন্দ্যে, |
83-23 : তাহারা সুসজ্জিত আসনে বসিয়া অবলোকন করিবে। |
83-24 : তুমি তাহাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখিতে পাইবে, |
83-25 : তাহাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হইতে পান করান হইবে; |
83-26 : উহার মোহর মিস্কের, এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। |
83-27 : উহার মিশ্রণ হইবে তাস্নীমের, |
83-28 : ইহা একটি প্রস্রবণ, যাহা হইতে সান্নিধ্যপ্রাপ্তরা পান করে। |
83-29 : যাহারা অপরাধী তাহারা তো মু’মিনদেরকে উপহাস করিত। |
83-30 : এবং উহারা যখন মু’মিনদের নিকট দিয়া যাইত তখন চক্ষু টিপিয়া ইশারা করিত। |
83-31 : এবং যখন উহাদের আপনজন |
83-32 : এবং যখন উহাদেরকে দেখিত তখন বলিত, ‘ইহারাই তো পথভ্রষ্ট।’ |
83-33 : উহাদেরকে তো তাহাদের তত্ত্বাবধায়ক করিয়া পাঠান হয় নাই। |
83-34 : আজ মু’মিনগণ উপহাস করিতেছে কাফিরদেরকে, |
83-35 : সুসজ্জিত আসন হইতে উহাদেরকে অবলোকন করিয়া। |
83-36 : কাফিররা উহাদের কৃতকর্মের ফল পাইল তো? |