93-1 : শপথ পূর্বাহ্নের, |
93-2 : শপথ রজনীর যখন উহা হয় নিঝুম, |
93-3 : তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নাই এবং তোমার প্রতি বিরূপও হন নাই। |
93-4 : তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয়। |
93-5 : অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অনুগ্রহ দান করিবেন আর তুমি সন্তুষ্ট হইবে। |
93-6 : তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পান নাই আর তোমাকে আশ্রয় দান করেন নাই? |
93-7 : তিনি তোমাকে পাইলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন। |
93-8 : তিনি তোমাকে পাইলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাবমুক্ত করিলেন, |
93-9 : সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হইও না ; |
93-10 : এবং প্রার্থীকে ভর্ৎসনা করিও না। |
93-11 : তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা জানাইয়া দাও। |