91-1 : শপথ সূর্যের এবং উহার কিরণের, |
91-2 : শপথ চন্দ্রের, যখন উহা সূর্যের পর আবির্ভূত হয়, |
91-3 : শপথ দিবসের, যখন সে উহাকে প্রকাশ করে, |
91-4 : শপথ রজনীর, যখন সে উহাকে আচ্ছাদিত করে, |
91-5 : শপথ আকাশের এবং যিনি উহা নির্মাণ করিয়াছেন তাঁহার, |
91-6 : শপথ পৃথিবীর এবং যিনি উহাকে বিস্তৃত করিয়াছেন তাঁহার, |
91-7 : শপথ মানুষের এবং তাঁহার, যিনি উহাকে সুঠাম করিয়াছেন, |
91-8 : অতঃপর উহাকে উহার অসৎর্কম ও উহার সৎকর্মের জ্ঞান দান করিয়াছেন। |
91-9 : সে - ই সফলকাম হইবে, যে নিজেকে পবিত্র করিবে। |
91-10 : এবং সেই ব্যর্থ হইবে, যে নিজেকে কলুষাচ্ছন্ন করিবে। |
91-11 : সামূদ সম্প্রদায় অবাধ্যতাবশত অস্বীকার করিয়াছিল। |
91-12 : উহাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হইয়া উঠিল, |
91-13 : তখন আল্লাহ্র রাসূল উহাদেরকে বলিল, ‘আল্লাহ্র উষ্ট্রী ও উহাকে পানি পান করাইবার বিষয়ে সাবধান হও।’ |
91-14 : কিন্তু উহারা রাসূলকে অস্বীকার করিল এবং উহাকে কাটিয়া ফেলিল। উহাদের পাপের জন্য উহাদের প্রতিপালক উহাদেরকে সমূলে ধ্বংস করিয়া একাকার করিয়া দিলেন। |
91-15 : এবং ইহার পরিণাম সম্পর্কে তিনি ভয় করেন না। |