মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ০৪, রুকু সংখ্যা: ০১এই সূরার আলোচ্যসূচি
|
106-1 : যেহেতু কুরাইশদের পরিচিত করানো হয়েছে, |
106-2 : (অর্থাৎ) শীতকালের ও গরমকালের সফরে তাদেরকে পরিচিত করানো হয়েছে। |
106-3 : (সেজন্যে) তাদের উচিত (শুধুমাত্র) এই (কাবা) ঘরের মালিকের ইবাদত করা, |
106-4 : যিনি (তাঁর এই ঘরের উসিলায়) আহার যুগিয়ে তাদের ক্ষুধা নিবারণ করেছেন এবং তাদের নিরাপদ করেছেন ভয়ভীতি থেকে। |