আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম, Chapter: 94, ইনশিরাহ (উন্মুক্ত করা)

Go Back
Book Id: 10030

আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম

Chapter: 94, ইনশিরাহ (উন্মুক্ত করা)



মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ০৮, রুকু সংখ্যা: ০১

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয়
০১-০৮আল্লাহ্ রসূলকে পরিচিত করেছেন সর্বত্র। কঠিন অবস্থার পরই আসে সহজ অবস্থা।
94-1 : আমরা কি তোমার জন্যে তোমার শরহে সদর (বক্ষ উন্মুক্ত ও প্রশস্ত) করিনি?
94-2 : আর তোমার থেকে অপসারণ করিনি তোমার সেই ভার,
94-3 : যা ভেঙ্গে দিচ্ছিল তোমার পিঠ?
94-4 : আর আমরা কি উঁচু করিনি তোমার যশ - খ্যাতি?
94-5 : নিশ্চয়ই প্রতিটি কষ্ট - কাঠিন্যের সাথে আছে সহজ - স্বস্তির অবস্থাও।
94-6 : অবশ্যি সংকীর্ণতার সাথে আছে প্রশস্ততাও।
94-7 : সুতরাং যখনই তুমি ফারেগ (কর্ম শেষে অবসর) হবে, তখন নিজেকে নিবেদিত করো আল্লাহর ইবাদতে।
94-8 : আর (শুধুমাত্র) তোমার রবের কাছেই নিবেদন করো তোমার সমস্ত ইচ্ছা এবং প্রত্যাশা