আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম, Chapter: 89, আল ফজর (ভোর)

Go Back
Book Id: 10030

আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম

Chapter: 89, আল ফজর (ভোর)



মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৩০, রুকু সংখ্যা: ০১

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয়
০১-১৪আল্লাহর অবাধ্যতার কারণে অতীতে শক্তিশালী জাতিগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে।
১৫-২০পাপিষ্ঠদের স্বভাব বৈশিষ্ট্য।
২১-২৬কিয়ামতের দৃশ্য।
২৭-৩০প্রশান্ত আত্মার অধিকারীদের শুভ পরিণাম।
89-1 : শপথ ফজর (ভোর) - এর।
89-2 : শপথ দশ রাতের।
89-3 : শপথ জোড় ও বিজোড়ের।
89-4 : শপথ রাতের যখন তা বিদায় নেয়।
89-5 : এগুলোর মধ্যে অবশ্যি বিবেক - বুদ্ধি ওয়ালা লোকদের জন্যে রয়েছে যথেষ্ট নিদর্শন।
89-6 : তুমি কি দেখোনি তোমার প্রভু কি ধরণের আচরণ করেছেন আদ জাতির সাথে।
89-7 : ইরাম গোত্রের সাথে, যারা ছিলো খুঁটির মতো দীর্ঘকায়?
89-8 : যাদের মতো কোনো জাতি সৃষ্টি করা হয়নি কোনো দেশে।
89-9 : আর (কি আচরণ করেছিলেন) সামুদ জাতির প্রতি, যারা (গৃহ নির্মাণ) করেছিল পাহাড়ের পাথর কেটে?
89-10 : আর (কি আচরণ করেছিলেন) ফেরাউনের সাথে, যে ছিলো আওতাদওয়ালা?
89-11 : এরা সীমালংঘন করেছিল নগরসমূহে,
89-12 : এবং সেসব স্থানে তারা সৃষ্টি করেছিল চরম অশান্তি ও বিপর্যয়।
89-13 : সুতরাং তোমার প্রভু তাদের উপর আঘাত হেনেছেন বিভিন্ন প্রকার কঠিন আযাবের।
89-14 : অবশ্যি তোমার প্রভু ঘাঁটিতে আছেন।
89-15 : তবে মানুষের অবস্থা এমন যে, তোমার প্রভু যখন তাকে পরীক্ষা করেন সম্মান আর নিয়ামতরাজি দিয়ে, তখন সে বলে : ‘আমার প্রভু আমাকে সম্মানিত করেছেন।’
89-16 : আবার যখন তাকে পরীক্ষা করেন তার জীবন সামগ্রী সংকুচিত করে দিয়ে, তখন সে বলে : ‘আমার প্রভু আমাকে হীন করেছেন।’
89-17 : না ব্যাপার এমনটি নয়; বরং তোমরাই এতিমদের প্রতি দয়া এবং সম্মান প্রদর্শন করোনা,
89-18 : এবং মিসকিনদের আহার প্রদানের জন্যে পরস্পরকে উৎসাহ উপদেশ দাওনা।
89-19 : অপরদিকে লোভ লালসায় তোমরা খেয়ে ফেলো ওয়ারিশদের সব অর্থ - সম্পদ।
89-20 : আর প্রচন্ড ভালোবাসো মাল - সম্পদ।
89-21 : না (তোমাদের এ নীতি সংগত নয়), পৃথিবীকে যখন চুর্ণ বিচুর্ণ করা হবে ধাক্কার পর ধাক্কা দিয়ে,
89-22 : এবং তোমার প্রভু যখন উপস্থিত হবেন আর তাঁর সাথে থাকবে সারি সারি ফেরেশতা,
89-23 : সেদিন জাহান্নামকে (সামনে) নিয়ে আসা হবে। সেদিন মানুষ (প্রকৃত ব্যাপার) উপলব্ধি করবে। কিন্তু তার সে উপলব্ধি কী কাজে আসবে?
89-24 : তখন সে বলবে: ‘হায়রে, আমার এ জীবনের জন্যে যদি (ভালো) কাজ করে পাঠাতাম!’
89-25 : সেদিন তিনি যে আযাব দেবেন, সে আযাব আর কেউ দিতে পারবেনা,
89-26 : এবং তিনি যেভাবে (অপরাধীদের) শক্ত করে বাঁধবেন, সেরকম শক্ত বাঁধা আর কেউ বাঁধতে পারবেনা।
89-27 : (সেদিন মুমিনদের বলা হবে:) হে নফসে মুতমায়িন্না!
89-28 : ফিরে আসো তোমার প্রভুর কাছে সন্তুষ্ট চিত্তে এবং তাঁর সন্তোষভাজন হয়ে,
89-29 : প্রবেশ করো আমার (সম্মানিত) দাসদের মধ্যে,
89-30 : আর প্রবেশ করো আমার জান্নাতে।