মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ১৯, রুকু সংখ্যা: ০১এই সূরার আলোচ্যসূচি
|
87-1 : তসবিহ্ করো তোমার মহান প্রভুর নামের, |
87-2 : যিনি সৃষ্টি করেছেন এবং সুষম করেছেন, |
87-3 : যিনি সামঞ্জ্যপূর্ণ অনুপাত নির্ধারণ করেছেন এবং পথ প্রদর্শন করেছেন। |
87-4 : এবং যিনি (জমিন থেকে) বের করে আনেন উদ্ভিদ। |
87-5 : তারপর সেগুলোকে পরিণত করেন কালো আবর্জনায়। |
87-6 : আমরা তোমাকে পড়িয়ে দেবো (কুরআন), তারপর তুমি আর তা ভুলবেনা। |
87-7 : তবে আল্লাহ যা ইচ্ছা করেন, নিশ্চয়ই তিনি জানেন প্রকাশ্য এবং গোপনীয় সবকিছু। |
87-8 : আমরা তোমার জন্যে সহজ পথকে সহজ করে দেবো। |
87-9 : তাই তুমি (মানুষকে) উপদেশ দিতে থাকো, যদি উপদেশ তাদের উপকারে আসে। |
87-10 : ঐ ব্যক্তি অবশ্যি উপদেশ গ্রহণ করবে, যে ভয় করে (আল্লাহকে)। |
87-11 : আর তা উপেক্ষা করবে ঐ ব্যক্তি, যে বড়ই দুর্ভাগা, |
87-12 : যে প্রবেশ করবে সাংঘাতিক আগুনে। |
87-13 : অতপর সেখানে সে মরবেওনা, বাঁচবেওনা। |
87-14 : নিশ্চয়ই সাফল্য অর্জন করবে ঐ ব্যক্তি, যে তাযকিয়া করবে, |
87-15 : এবং তার প্রভুর নাম যিকির (উচ্চারণ, আলোচনা, স্মরণ) করবে, আর আদায় করবে সালাত। |
87-16 : কিন্তু তোমরা প্রাধান্য দিয়ে চলছো দুনিয়ার হায়াতকে। |
87-17 : অথচ আখিরাত ( - এর হায়াতই) হবে উত্তম এবং তা বাকি (স্থায়ী) থাকবে চিরকাল। |
87-18 : নিশ্চয়ই এই উপদেশ পূর্বের সহিফাগুলোতেও (কিতাবগুলোতেও) রয়েছে, |
87-19 : ইবরাহিম এবং মূসার সহিফায়। |