আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম, Chapter: 85, আল বুরূজ (বিশাল বিশাল নক্ষত্র)

Go Back
Book Id: 10030

আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম

Chapter: 85, আল বুরূজ (বিশাল বিশাল নক্ষত্র)



মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ২২, রুকু সংখ্যা: ০১

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয়
০১-১১মুমিনদের নির্যাতনের জন্যে যারা গর্ত খুঁড়েছিল তাদের জন্যে রয়েছে ধ্বংস। মুমিনদের জন্যে রয়েছে মহাসাফল্য।
১২-২২আললাহ্র পাকড়াও বড় কঠোর, তিনি মহান আরশের মালিক। ফেরাউন ও সামুদ জাতিকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন। কাফিররা কুরআনকে প্রত্যাখ্যান করছে অথচ আল্লাহ্ তাদের পরিবেষ্টন করে রেখেছেন।
85-1 : শপথ বুরূজ (বিশাল বিশাল গ্রহ - নক্ষত্র) ওয়ালা আকাশের।
85-2 : শপথ ওয়াদাকৃত দিনটির।
85-3 : শপথ দ্রষ্টা এবং দৃশ্যের।
85-4 : ধ্বংস হয়েছে সেই গর্তওয়ালা লোকেরা, (যারা গর্ত খনন করেছিল এবং সে গর্তে)
85-5 : জ্বালানি পূর্ণ করে জ্বালিয়ে দিয়েছিল আগুন।
85-6 : তখন গর্তের কিনারেই বসেছিল তারা।
85-7 : এবং তারা মুমিনদের সাথে যা করছিল তা অবলোকন করছিল।
85-8 : তারা তাদের (মুমিনদের) থেকে প্রতিশোধ নিয়েছিল শুধুমাত্র এই অপরাধে যে, তারা অসীম ক্ষমতাবান সপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল,
85-9 : যিনি মহাকাশ এবং এই পৃথিবীর কর্তৃত্বের মালিক। আর আল্লাহ সব কিছুর সাক্ষী।
85-10 : যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের উপর যুলুম নির্যাতন চালিয়েছে, তারপর অনুতপ্ত হয়ে সেকাজ থেকে ফিরে আসেনি (আল্লাহর দিকে), তাদের জন্যে রয়েছে জাহান্নামের আযাব, আর জ্বালিয়ে - পুড়িয়ে যন্ত্রণা দেয়ার শাস্তি।
85-11 : নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ্ করেছে, তাদের জন্যে রয়েছে জান্নাত, সেসব বাগিচার নিচে দিয়ে বহমান থাকবে নদ - নদী - নহর। এটাই (মানব জীবনের) মহাসাফল্য।
85-12 : নিশ্চয়ই তোমার প্রভুর গ্রেফতারি বড়ই শক্ত এবং কঠিন।
85-13 : নিশ্চয়ই তিনি সেই মহান সত্তা, যিনি সৃষ্টি করেন এবং পুনরায় (সৃষ্টি) করবেন।
85-14 : এবং তিনি পরম ক্ষমাশীল এবং প্রেম - ভালোবাসা ও মমতার সাগর,
85-15 : মহিমান্বিত আরশের অধিপতি।
85-16 : তিনি (যখন) যা চান তাই করেন।
85-17 : তোমার কাছে কি খবর পৌঁছেছে সৈন্যবাহিনীর,
85-18 : ফেরাউন এবং সামুদের?
85-19 : কিন্তু যারা কুফরির পথ ধরেছে, তারা অস্বীকার করেই চলেছে,
85-20 : আর আল্লাহ পেছন থেকে (তাদের অজ্ঞাতেই) ঘেরাও করে রেখেছেন তাদের।
85-21 : (তোমাদের অস্বীকার করায় কিছুই যায় আসেনা) কারণ, এ এক মহিমা মন্ডিত কুরআন,
85-22 : লওহে মাহফুযে (সুরক্ষিত ফলকে সংরক্ষিত)।