Go Back
Book Id: 10030
আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম
Chapter: 80, আবাসা (সে বিরক্তি প্রকাশ করলো)
মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা: ৪২, রুকু সংখ্যা: ০১এই সূরার আলোচ্যসূচি
|
80-1 : সে বিরক্তি প্রকাশ করলো এবং মুখ (মনোযোগ) ফিরিয়ে নিলো, |
80-2 : এ কারণে যে অন্ধ লোকটি এসেছিল তার কাছে, |
80-3 : তুমি কি করে জানবে, হয়তো সে শুদ্ধতা অর্জন করতো? |
80-4 : কিংবা উপদেশ গ্রহণ করতো এবং সেই উপদেশ তার উপকার সাধন করতো? |
80-5 : অথচ যে নিজেকে ভাবে মুখাপেক্ষাহীন, |
80-6 : তুমি মনোযোগ আরোপ করছো তার প্রতি। |
80-7 : তোমার কি আসে যায় যদি সে শুদ্ধতা অর্জন না করে? |
80-8 : কিন্তু যে ছুটে এসেছে তোমার কাছে, |
80-9 : এবং সে (আল্লাহ ও তাঁর শাস্তিকে) ভয় করে, |
80-10 : তাকে তুমি অবজ্ঞা করলে এবং অন্যদের প্রতি মনোযোগী হলে। |
80-11 : না (কখনো এমনটি করোনা); অবশ্যি এটি (এ কুরআন) একটি উপদেশ। |
80-12 : সুতরাং যার ইচ্ছে, সে এটি গ্রহণ করবে। |
80-13 : (এটি সংরক্ষিত আছে) অতীব সম্মানিত সহীফা সমূহে (লওহে মাহফুযে)। |
80-14 : খুবই উঁচু মর্যাদা সম্পন্ন ও পবিত্র, |
80-15 : সেইসব লেখকদের (ফেরেশতাদের) হাতে, |
80-16 : যারা সম্মানিত ও অনুগত। |
80-17 : ধ্বংস হলো (অবিশ্বাসী) মানুষগুলো। কতো বড় অকৃতজ্ঞ তারা! |
80-18 : কোন্ জিনিস থেকে তিনি সৃষ্টি করেছেন তাকে (মানুষকে)? |
80-19 : এক বিন্দু নোতফা (শুক্র) থেকে, তিনি তাকে সৃষ্টি করেছেন তারপর তাকে যথাযথভাবে গঠন করেছেন। |
80-20 : তারপর তিনি সহজ করে দেন তার জীবন চলার পথ। |
80-21 : তারপর তার মউত ঘটান এবং পৌঁছে দেন তাকে কবরে। |
80-22 : অতপর যখন চাইবেন , তখন আবার উঠিয়ে আনবেন তাকে। |
80-23 : না, সে পালন করেনি তিনি যে নির্দেশ তাকে দিয়েছেন। |
80-24 : তবে, মানুষ তার খাবারের জিনিসগুলোর প্রতি নজর বুলিয়ে দেখুক (কে সৃষ্টি করেছে সেগুলো)। |
80-25 : আমরাই তো বর্ষণ করি প্রচুর পানি। |
80-26 : তারপর শক্ত হয়ে এঁটে থাকা জমিনকে আমরা ফেঁড়ে দেই। |
80-27 : আর তাতে উৎপাদনের ব্যবস্থা করি শস্য, |
80-28 : আংগুর, শাক - শবজি, |
80-29 : যয়তুন, খেজুর, |
80-30 : বিপুল বৃক্ষ - রাজির নিবিড় বন, |
80-31 : ফল - ফলারি এবং সেইসাথে অনেক ঘাস। |
80-32 : (এভাবে আমিই ব্যবস্থা করি) তোমাদের ও তোমাদের গবাদি পশুর জীবন ধারণের সামগ্রী। |
80-33 : অতপর যেদিন মহাধ্বনি (শিংগার দ্বিতীয় ফুৎকার) উচ্চারিত হবে, |
80-34 : সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে, |
80-35 : তার মা থেকে এবং বাপ থেকে, |
80-36 : তার স্ত্রী ও সন্তানদের থেকে। |
80-37 : সে দিনটি হবে এতোই ভয়াবহ যে, সেদিন কেউই নিজের ছাড়া অন্য কারো ব্যাপারে ভাববারই চিন্তা করবেনা। |
80-38 : সেদিন অনেক লোকের চেহারা হবে উজ্জ্বল, |
80-39 : হাসি খুশি আর শুভ সংবাদে আনন্দ মুখর। |
80-40 : আবার অনেক চেহারাই হবে সেদিন ধূলো - মলিন। |
80-41 : সেই চেহারাগুলোকে আচ্ছন্ন করবে কালিমা। |
80-42 : কারণ, তারা (হবে) অবিশ্বাসী - অমান্যকারী - কাফির এবং পাপিষ্ঠ - দূরাচারী। |