আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম, Chapter: 77, আল মুরসালাত (প্রেরিত)

Go Back
Book Id: 10030

আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম

Chapter: 77, আল মুরসালাত (প্রেরিত)



মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ৫০, রুকু সংখ্যা: ০২

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয়
০১-১৯কিয়ামত অবশ্যি অনুষ্ঠিত হবে। সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে হবে ধ্বংস।
২০-২৪আল্লাহ্ মানুষ সৃষ্টি করেছেন সুষম করে।
২৫-২৮পৃথিবী সৃষ্টি করেছেন মানুষের জন্যে উপযোগী করে।
২৯-৫০কিয়ামতের দিনটি হবে কাফিরদের জন্যে বেদনাদায়ক। সেটি মুত্তাকিদের জন্যে হবে সুখকর।
77-1 : শপথ একের পর এক প্রেরিত বাতাসের,
77-2 : শপথ প্রলয়ংকরী ঝড়ের,
77-3 : শপথ (মেঘমালা) সঞ্চালনকারী বায়ুর,
77-4 : আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বাতাসের,
77-5 : এবং শপথ তাদের যারা মানুষের হৃদয়ে পৌঁছে দেয় উপদেশ,
77-6 : ওজর রহিত করা এবং সতর্ক করার জন্যে।
77-7 : তোমাদের যে বিষয়ের ওয়াদা দেয়া হয়েছে, তা অবশ্যি ঘটবে।
77-8 : যখন তারকারাজির আলো নিভে যাবে,
77-9 : যখন বিদীর্ণ হয়ে যাবে আকাশ,
77-10 : এবং যখন পর্বতমালাকে উঠিয়ে বিক্ষিপ্ত করে দেয়া হবে,
77-11 : আর নির্ধারিত সময়ে হাজির করা হবে রসূলদের,
77-12 : সব কিছু বিলম্বিত করা হয়েছে কোন্ দিনটির জন্যে?
77-13 : ফায়সালার দিনের জন্যে।
77-14 : তুমি কী করে জানবে - ফায়সালার দিন কী?
77-15 : সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে হবে চরম দুর্ভোগ।
77-16 : আমরা কি পূর্ববর্তীদের হালাক করিনি?
77-17 : শেষের লোকদেরও আমরা ওদের অনুসারেই করবো।
77-18 : অপরাধীদের সাথে আমরা এভাবেই করে থাকি।
77-19 : সেদিন হবে চরম দুর্ভোগ প্রত্যাখ্যানকারীদের জন্যে।
77-20 : আমরা কি তোমাদের সৃষ্টি করিনি একটি তুচ্ছ পানি থেকে?
77-21 : তারপর সেটাকে আমরা রেখেছি একটি নিরাপদ অবস্থানস্থলে,
77-22 : একটি নির্দিষ্ট সময় পর্যন্ত।
77-23 : এভাবে আমরা তাকে সুষম করে গঠন করেছি, কতো নিপুণ স্রষ্টা আমরা!
77-24 : ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।
77-25 : আমরা কি ভূ - পৃষ্ঠকে ধারণকারী বানাইনি,
77-26 : জীবিত ও মৃতদের জন্যে?
77-27 : তারপর আমরা তাতে স্থাপন করেছি সুদৃঢ় উঁচু উঁচু পর্বতমালা এবং তোমাদের পান করিয়েছি সুপেয় পানি।
77-28 : ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।
77-29 : (সেদিন বলা হবে:) চলো তার দিকে যাকে (যে জাহান্নামকে) তোমরা অস্বীকার করতে।
77-30 : চলো, তিন শাখাওয়ালা ছায়ার দিকে।
77-31 : যে ছায়া ঠান্ডা নয় এবং যা রক্ষা করেনা অগ্নিশিখা থেকে।
77-32 : সেটা উৎক্ষেপ করে বড় বড় স্ফুলিংগ অট্টালিকার মতো।
77-33 : সেগুলো যেনো হলুদ উট।
77-34 : ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।
77-35 : এটা হবে এমন একটা দিন যেদিন কেউ কথা বলবেনা।
77-36 : সেদিন তাদের অনুমতি দেয়া হবেনা ওজর পেশ করার।
77-37 : ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।
77-38 : এটা হলো ফায়সালার দিন, আমরা (আজ) জমা (একত্র) করেছি তোমাদের এবং পূর্বের লোকদের।
77-39 : আজ যদি তোমাদের কোনো চক্রান্ত থেকে থাকে তবে তা প্রয়োগ করো আমার বিরুদ্ধে।
77-40 : ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।
77-41 : মুত্তাকিরা থাকবে ছায়া আর ঝরণাধারা ওয়ালা জায়গায়।
77-42 : তারা পাবে প্রচুর ফলমূল যা চাইবে তাদের মন।
77-43 : তোমাদের আমলের পুরস্কার হিসেবে তোমরা খাও এবং পান করো তৃপ্তি সহকারে।
77-44 : এভাবেই আমরা পুরস্কৃত করি কল্যাণপরায়ণদের।
77-45 : ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।
77-46 : তোমরা খাও এবং ভোগ করে নাও অল্প কিছু দিন। তোমরা অবশ্যি অপরাধী।
77-47 : ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।
77-48 : তাদের যখন বলা হয় ‘রুকু করো (নত হও)’, তারা রুকু করেনা।
77-49 : ধ্বংস সেদিন প্রত্যাখ্যানকারীদের জন্যে।
77-50 : সুতরাং তারা এর (কুরআনের) পরিবর্তে আর কোন্ বাণীর প্রতি বিশ্বাস স্থাপন করবে?